বিগত সালের কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন সমাধান PDF
বিগত সালের কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন সমাধান PDF টি ডাউনলোড করে রাখুন।
বিগত সালের কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন সমাধান চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতকারীদের একটি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় প্রস্তুতি উপকরণ। সরকারি, ব্যাংক, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় বর্তমানে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত প্রশ্নের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিগত বছরের প্রশ্নসমূহ বিশ্লেষণ করলে দেখা যায়—কম্পিউটারের মৌলিক জ্ঞান, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট, মাইক্রোসফট অফিস, হার্ডওয়্যার-সফটওয়্যার, নেটওয়ার্কিং ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রশ্ন আসে।
এই প্রশ্নসমাধান অধ্যয়ন করলে পরীক্ষার্থী বুঝতে পারে কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কোন টপিকগুলো বারবার এসেছে। যেমন: “RAM ও ROM এর পার্থক্য”, “Shortcut key”, “MS Word/Excel এর কমান্ড”, “IP Address কী”, “Firewall এর কাজ” ইত্যাদি প্রশ্ন প্রায় প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় আসে। বিগত প্রশ্নগুলো চর্চা করলে শুধু বিষয়ভিত্তিক জ্ঞানই বাড়ে না, বরং পরীক্ষার হলে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়ার দক্ষতাও তৈরি হয়।
সবচেয়ে বড় কথা, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও সমাধান ভিত্তিক প্রস্তুতি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক অনুশীলনের সুযোগ করে দেয় এবং প্রশ্নের ধরন বুঝে প্রশ্নপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেক সময় পূর্ববর্তী প্রশ্ন হুবহু বা অনুরূপভাবে পুনরাবৃত্তি হয়, তাই এই সমাধানগুলো নিয়মিত পড়লে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো স্কোর করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এজন্যই বিগত বছরের কম্পিউটার প্রশ্নসমাধান চাকরিপ্রার্থী যে কোনো পরীক্ষার আগে অবশ্যই অধ্যয়ন করা উচিত।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন