Daily Affairs 18 October 2025

Daily Affairs 18 October 2025

Daily Affairs 18 October 2025

প্রশ্ন: কত সালে ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়?
উত্তর: ২০১৭ সালে।

প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২২ আগস্ট ১৯৬৬।

প্রশ্ন: জুলাই সনদে কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করে?
উত্তর: ২৪টি দল (অংশগ্রহণকারী দল ২৫টি)।

প্রশ্ন: বাংলাদেশ জনসংখ্যা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান (NIPORT) কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৭ সালে।

প্রশ্ন: ইউনেস্কো কত সালে বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ২০০৫ সালে।

প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের চীনা নাম কী?
উত্তর: ইয়ালুং সাংপো।

প্রশ্ন: রাফা ক্রসিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
উত্তর: গাজা-মিশর।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ ১০০টি উচ্চ রেটিংপ্রাপ্ত এলইইডি কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: IMF-এর হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, দেশে রিজার্ভের পরিমাণ কত?
উত্তর: ২৭.২০ বিলিয়ন ডলার।

প্রশ্ন: ফিফা র‍্যাংকিং (সর্বশেষ রিপোর্ট-২০২৫) অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৮৩ তম।

প্রশ্ন: বর্তমানে দেশে প্রতি কতজনের মধ্যে একজন দরিদ্র?
উত্তর: প্রতি ৪ জনের মধ্যে ১ জন। (সূত্র: পিপিআরসি)

প্রশ্ন: বাংলাদেশে IMF-এর মোট কত বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে?
উত্তর: ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন: IMF-এর মতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হতে পারে?
উত্তর: ৮.৪২ শতাংশ।

প্রশ্ন: IMF-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের বর্তমান পরিচালক কে?
উত্তর: কৃষ্ণা শ্রীনিবাসন। (তিনি বাংলাদেশের রাজস্ব ও আর্থিক খাতে সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন)

প্রশ্ন: ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: ইউলিয়া স্পিরিডেনকো।

প্রশ্ন: নেপালের কিংবদন্তি পর্বতারোহী কাঞ্চা শেরপা মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৬ অক্টোবর, ২০২৫। (১৯৫৩ সালে এভারেস্ট জয়ী প্রথম অভিযাত্রী দলের সদস্য)

প্রশ্ন: বি-৫২ বোমারু বিমান কোন দেশের তৈরি?
উত্তর: যুক্তরাষ্ট্রের (বোয়িং কোম্পানির তৈরি)।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন
Share It:

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক