Porikha.com এর Daily Exam এর উপর এখন থেকে প্রতি মাসে ১০জনকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ।
পুরস্কারের বিবরণী:
১। প্রতি মাসের সেরা ১০ জনের প্রথম ৩ জন পাবেন ২০ দিনের সাবস্ক্রিপশন।
২। প্রতি মাসের সেরা ১০ জনের বাকী ৭ জন পাবেন ১২ দিনের সাবস্ক্রিপশন।
শর্তাবলি:
১। যেকোন ইংরেজি মাসের ১ তারিখ থেকে উক্ত মাসের শেষ তারিখের উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে।
২। বিজয়ী হতে হলে অবশ্যই তাকে উক্ত মাসে গৃহীত Daily Exam শিরোনামের প্রতিটা পরীক্ষায় অংশ নিতে হবে।
৩। শুধুমাত্র Daily Exam শিরোনামের পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে।
৪। ১ মাসে প্রাপ্ত মোট মার্কের উপর ভিত্তি করে র্যাঙ্ক নির্ধারণ হবে। একাধিক ব্যক্তির মোট মার্ক সমান হলে আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার সময় ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্ক করবে।
৫। প্রতি মাসের ১ বা ২ তারিখে এর আগের মাসের সেরা ১০ জনকে পুরস্কার হিসেবে সাবস্ক্রিপশন মেয়াদ যুক্ত করা হবে ইনশাআল্লাহ।
৬। Dashboard এর মাসিক সেরা ১০ জনের টেবিলে নাম থাকলেই সে Reward এর জন্য বিবেচ্য হবে না। অবশ্যই উপরের শর্তাবলি পূরণ হতে হবে।
📢 প্রতিমাসের বিজয়ীদের টেবিল Dashboard এ দেখতে পাবেন।
📢 আগস্ট মাসের পরীক্ষার ভিত্তিতে সেপ্টেম্বর মাস থেকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ।
📢 এই সম্পর্কিত আমাদের Terms & Conditions আপডেট করা হয়েছে তা দেখে নিতে পারেন।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন