Daily Affairs 26 September 2025

Daily Affairs 26 September 2025

Daily Affairs 26 September 2025

প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সংখ্যা কত?
উত্তর: ৬২ জন।

প্রশ্ন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণামতে, ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে?
উত্তর: ১০০%।

প্রশ্ন: কোন দেশের সবচেয়ে বড় ওষুধ রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র (২০২৪ সালে $8.7 বিলিয়ন রপ্তানি)?
উত্তর: ভারত।

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজ থেকে পড়াশোনা করেছিলেন?
উত্তর: সংস্কৃত কলেজ। (জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮২০)

প্রশ্ন: সম্প্রতি বিশ্বের ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করা বাংলাদেশি পর্বতারোহীর নাম কী?
উত্তর: তৌফিক আহমেদ।

প্রশ্ন: বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন রয়েছে?
উত্তর: ৮২টি।

প্রশ্ন: বাংলাদেশ সামুদ্রিক খাত থেকে বছরে কী পরিমাণ আয় করে?
উত্তর: প্রায় ১.৭৫ বিলিয়ন ডলার।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে?
উত্তর: ২ বার।

প্রশ্ন: আলবেনিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: বজরাম বেগাজ।

প্রশ্ন: বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (WIPO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন: গ্রিনল্যান্ড কোন দেশের স্বশাসিত অঞ্চল?
উত্তর: ডেনমার্ক।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক