Daily Affairs 24 November 2025

Daily Affairs 24 November 2025

প্রশ্ন: ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: মাধবদী, নরসিংদী।

প্রশ্ন: বাংলাদেশের নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

প্রশ্ন: জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা কত?
উত্তর: ৩ লাখ ৫০ হাজার টাকা।

প্রশ্ন: ‘হুতি’ সংগঠনের সংবাদ সংস্থার নাম কী?
উত্তর: সাবা।

প্রশ্ন: বাংলাদেশ ও ভুটানের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-অন-ট্রানজিট’ কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ২২ মার্চ ২০২৩।

প্রশ্ন: ‘কানাইঘাট সীমান্ত’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: সিলেট।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র বিদেশি সার কারখানা কোনটি?
উত্তর: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে?
উত্তর: ১৮ শতাংশ।

প্রশ্ন: E-3 জোটভুক্ত দেশ কোনগুলো?
উত্তর: ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি।

প্রশ্ন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচ জিতেছে?
উত্তর: ২৫টি।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ?
উত্তর: ১১.৬২ শতাংশ।

প্রশ্ন: বাংলাদেশে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন’ প্রথম প্রণীত হয় কবে?
উত্তর: ১৯৭৩ সালে।

প্রশ্ন: ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত ছিল?
উত্তর: ২.২২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কানাডার বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ১৩২.৮৩ মিলিয়ন ডলার।

প্রশ্ন: কোন বাংলাদেশি সংস্থা ‘দি আর্থশট প্রাইজ–২০২৫’ জিতেছে?
উত্তর: ফ্রেন্ডশিপ (এনজিও)।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান কত শতাংশ?
উত্তর: ৩৪.৮১ শতাংশ।

প্রশ্ন: ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার কত কোটি মানুষ চরম তাপপ্রভাবের শিকার হবে?
উত্তর: ১৮০ কোটি মানুষ।

প্রশ্ন: একিউআই ৩০০-এর বেশি হলে বাতাসকে কোন ক্যাটাগরিতে ফেলা হয়?
উত্তর: দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক (Hazardous)।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক