Daily Affairs 20 October 2025
Daily Affairs 20 October 2025
প্রশ্ন: চলতি অর্থবছরে সরকারের মোট এডিপি ব্যয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা।
প্রশ্ন: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে কতটি দফা অঙ্গীকার করা হয়েছে?
উত্তর: ৭ দফা।
প্রশ্ন: বিশ্ব পরিসংখ্যান দিবস কবে?
উত্তর: ২০ অক্টোবর। [২০১০ থেকে প্রতি ৫ বছর পরপর পালিত হচ্ছে।]
প্রশ্ন: লিওনার্দো দ্যা ভিঞ্চির জগদ্বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ বর্তমানে কোন মিউজিয়ামে রাখা আছে?
উত্তর: ল্যুভর মিউজিয়ামে।
প্রশ্ন: ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?
উত্তর: ফ্রান্সে। (রাজধানী প্যারিসে)
প্রশ্ন: ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দলের নাম কী?
উত্তর: মরক্কো।
প্রশ্ন: স্বীকৃত নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কার?
উত্তর: কিরান নাভগির। (ভারত, ৩৪ বলে)
প্রশ্ন: পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করে?
উত্তর: ১৯ অক্টোবর ২০২৫। [নাম: এইচ-১ (H-1)]
প্রশ্ন: LDC থেকে উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়ন (EU) কত সাল পর্যন্ত বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে?
উত্তর: ২০২৯ সাল পর্যন্ত।
প্রশ্ন: ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরবনে।
প্রশ্ন: দেশের প্রধান স্থলবন্দর কোথায়?
উত্তর: বেনাপোল, যশোর।
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভের নাম কী?
উত্তর: নো কিংস (No Kings) বা ‘কোনো রাজা চাই না’।
প্রশ্ন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ কোনগুলো?
উত্তর: কাতার ও তুরস্ক।
প্রশ্ন: বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ জাদুঘর কোনটি?
উত্তর: প্যারিসের ল্যুভর জাদুঘর।
প্রশ্ন: ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা?
উত্তর: পাকিস্তান ও আফগানিস্তান।
প্রশ্ন: জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: সানায়ে তাকাইচি।
প্রশ্ন: ভিটামিন ডি’র অভাবে বয়স্কদের যে রোগ হয়—
উত্তর: অস্টিওম্যালেসিয়া।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন