Daily Affairs 17 December 2025

Daily Affairs 17 December 2025

Daily Affairs 17 December 2025

প্রশ্ন: চট্টগ্রাম বন্দর কোন আন্তর্জাতিক নিরাপত্তা কোড বাস্তবায়নে ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে?
উত্তর: ISPS Code।

প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোন আন্তর্জাতিক সংস্থা মিশন পাঠিয়েছে?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।

প্রশ্ন: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোন ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়েছে?
উত্তর: সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং।

প্রশ্ন: মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কী?
উত্তর: টিম বাংলাদেশ।

প্রশ্ন: ২০২৫–২৬ বিপণন বর্ষে ইইউভুক্ত দেশগুলোতে মোট শস্য উৎপাদন কত হতে পারে?
উত্তর: ২৮ কোটি ৮১ লাখ টন। (সূত্র: ইউএসডিএ)

প্রশ্ন: সামুদ্রিক তথ্য আদান-প্রদানের আন্তর্জাতিক প্ল্যাটফর্মটির নাম কী?
উত্তর: IORIS।

প্রশ্ন: বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি ‘মডেল এ’-এর উৎপাদনকারী কোম্পানির নাম কী?
উত্তর: অ্যালেফ এরোনটিকস (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন: ‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের অবস্থান কোথায়?
উত্তর: গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত।

প্রশ্ন: ‘ফিফা দ্য বেস্ট’ বর্ষসেরা (পুরুষ) খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: উসমান দেম্বেল।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর: ফেডারেল রিজার্ভ ব্যাংক।

প্রশ্ন: দেশের ‘পেঁয়াজের রাজধানী’ বলা হয় কোন এলাকাকে?
উত্তর: গজনার বিল (সুজানগর উপজেলা, পাবনা)।

প্রশ্ন: ‘বন্ডাই সমুদ্রসৈকত’ কোন শহরে অবস্থিত?
উত্তর: সিডনি।

প্রশ্ন: বিশ্বে জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: চীন।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও।

প্রশ্ন: ‘শেভরন’ কোন দেশভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি?
উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক।

প্রশ্ন: ইন্দোচীনভুক্ত দেশ কয়টি ও কী কী?
উত্তর: ৩টি — ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস।

প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
উত্তর: মার্শাল ম্যাকলুহান।



টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক