Daily Affairs 11 November 2025

Daily Affairs 11 November 2025

Daily Affairs 11 November 2025

প্রশ্ন: ভোলায় এখন পর্যন্ত কয়টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
উত্তর: ৯টি। (সম্ভাব্য গ্যাসের পরিমাণ প্রায় ১.৭৫ টিসিএফ)

প্রশ্ন: প্রস্তাবিত ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ৬৫ কিলোমিটার।

প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের পরিমাণ কত?
উত্তর: প্রায় ১ টিসিএফ।

প্রশ্ন: দেশের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে বাৎসরিক খরচ কত?
উত্তর: প্রায় ১৭ হাজার কোটি টাকা।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে?
উত্তর: ৩৭টি।

প্রশ্ন: IMF-এর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হতে পারে?
উত্তর: ৪.৯%।

প্রশ্ন: সম্প্রতি একনেকে নতুন কতটি প্রকল্প অনুমোদিত হয়েছে?
উত্তর: ১২টি প্রকল্প।

প্রশ্ন: সম্প্রতি চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের কোন জাহাজ?
উত্তর: এমভি বাংলার প্রগতি।

প্রশ্ন: কোন দেশ LDC থেকে উত্তরণের পরও বাংলাদেশকে তিন বছর জিএসপি সুবিধা বহাল রাখার অঙ্গীকার করেছে?
উত্তর: জাপান।

প্রশ্ন: বিশ্বের মোট ঋণের পরিমাণ কত?
উত্তর: ১১০ ট্রিলিয়ন ডলার। (সূত্র: IMF)

প্রশ্ন: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)-এর ‘নো স্কেপ: দ্য ওয়ে ফরওয়ার্ড’ প্রতিবেদন অনুসারে, ২০৪০ সালের মধ্যে চরম জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা কত হতে পারে?
উত্তর: ৬৫টি দেশ।

প্রশ্ন: গত এক দশকে আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগে বিশ্বের কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছে?
উত্তর: প্রায় ২৫ কোটি (দৈনিক প্রায় ৭০ হাজার জন)।

প্রশ্ন: Cop-30 সম্মেলনে অংশগ্রহণ করেছে কতটি দেশের প্রতিনিধি?
উত্তর: ১৯৪টি দেশ।

প্রশ্ন: লাল কেল্লা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা নদীর তীরে।

প্রশ্ন: সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্টকে ‘জাতীয় বীরের’ খেতাবে ভূষিত করা হয়েছে?
উত্তর: প্রেসিডেন্ট সুহার্তো।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক