Daily Affairs 8 October 2025
Daily Affairs 8 October 2025
প্রশ্ন: ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ কোথায় অবস্থিত?
উত্তর: পলাশী চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: খন্দকার এম. তালহা (বাংলাদেশ)।
প্রশ্ন: ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে?
উত্তর: জাপান।
প্রশ্ন: বাংলাদেশের দারিদ্র্যের হার ২০২৫ সালে কত হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে?
উত্তর: ২১.২%।
প্রশ্ন: ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
উত্তর: বিশ্বব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশের প্রতি ১০০ জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করেছেন?
উত্তর: ৪৪ জন (প্রায়)। [ADB’র প্রতিবেদন অনুযায়ী]
প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কী?
উত্তর: একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।
প্রশ্ন: প্রাচীন বাংলার প্রথম জনপদ পুণ্ড্রনগর বর্তমানে কোন জেলায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
প্রশ্ন: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: এখন পর্যন্ত মোট কতবার আদমশুমারি হয়েছে?
উত্তর: ৬ বার (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২)।
প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কে?
উত্তর: গোয়েন লুইস।
প্রশ্ন: স্পেন ও মরক্কো দেশকে পৃথককারী প্রণালীর নাম কী?
উত্তর: জিব্রাল্টার প্রণালী।
প্রশ্ন: ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে নিবন্ধন পায় কবে?
উত্তর: ২৯ মার্চ ২০২৫।
প্রশ্ন: ২০২৫ সালে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী কারা?
উত্তর: জন ক্লার্ক (USA), মিশেল এইচ. দ্যভোরে (USA), জন এম. মার্টিনিস (USA)।
প্রশ্ন: ‘সানা’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
উত্তর: সিরিয়া।
প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি ২০২৫-২৬ অর্থবছরে বৃদ্ধি পেতে পারে—
উত্তর: ৪.৮ শতাংশ।
রসায়নে নোবেল পুরস্কার ২০২৫
প্রশ্ন ১: ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন?
উত্তর: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি
প্রশ্ন ২: তাঁরা কোন গবেষণার জন্য নোবেল পেয়েছেন?
উত্তর: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) তৈরি ও উন্নয়নের জন্য
প্রশ্ন ৩: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস কী?
উত্তর: এটি এমন এক ধরনের আণবিক কাঠামো যা বড় গহ্বরযুক্ত স্ফটিক তৈরি করে, যেখানে ধাতব আয়ন কোণার খুঁটির মতো কাজ করে এবং জৈব অণু দিয়ে যুক্ত থাকে
প্রশ্ন ৪: MOFs-এর ব্যবহার কী কী ক্ষেত্রে হয়?
উত্তর:
- মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ
- কার্বন ডাই-অক্সাইড ও বিষাক্ত গ্যাস ধরে রাখা
- রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা
প্রশ্ন ৫: পুরস্কার ঘোষণা কোথা থেকে করা হয় এবং কখন?
উত্তর: রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে, বাংলাদেশ সময় ৮ অক্টোবর ২০২৫ বিকেল ৩:৪৫ মিনিটে
প্রশ্ন ৬: রসায়নে এখন পর্যন্ত কতবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে?
উত্তর: মোট ১১৬ বার
প্রশ্ন ৭: রসায়নে সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী কে?
উত্তর: জন বি গুডএনাফ, ২০১৮ সালে ৯৭ বছর বয়সে
প্রশ্ন ৮: রসায়নে সবচেয়ে কনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
উত্তর: ফেদ্রিক জোলিয়ট, ১৯৩৫ সালে ৩৫ বছর বয়সে
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন