Daily Affairs 2 November 2025

Daily Affairs 2 November 2025

Daily Affairs 2 November 2025

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান। (আমেরিকান নাগরিক)

প্রশ্ন: দেশে মোট TIN-ধারীর সংখ্যা কত?
উত্তর: ১ কোটি ২৩ লক্ষ।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড কত ডলারের পণ্য রপ্তানি করে?
উত্তর: ৯০২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন: তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: পাকিস্তান ও আফগানিস্তান।

প্রশ্ন: উন্মুক্ত সমুদ্র চুক্তি (High Seas Treaty) গৃহীত হয় কবে?
উত্তর: ১৯ জুন, ২০২৩।

প্রশ্ন: বিশ্বে প্রজন্মভিত্তিক প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নাম কী?
উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম কী?
উত্তর: মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (জিইএম)।

প্রশ্ন: ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বেলেম, ব্রাজিল।

প্রশ্ন: স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে?
উত্তর: ১৮ জুলাই ২০২৫।

প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে?
উত্তর: ৪৯ নং।

প্রশ্ন: ‘বুড়িগঙ্গা’ কোন নদীর শাখা নদী?
উত্তর: ধলেশ্বরী।

প্রশ্ন: ১৯৪৪ সালে কোন সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল?
উত্তর: ব্রেটন উডস সম্মেলন।

প্রশ্ন: দেশের খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি?
উত্তর: পেট্রোবাংলা।

প্রশ্ন: ‘এল-ফাশের’ শহরটি কোথায় অবস্থিত?
উত্তর: সুদান।

প্রশ্ন: বিখ্যাত পেট্রোনাস টাওয়ার কোন দেশে অবস্থিত?
উত্তর: মালয়েশিয়া।

প্রশ্ন: NATO-এর কত নং অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে?
উত্তর: ১ নং অনুচ্ছেদ (মোট অনুচ্ছেদ: ১৪টি)।

প্রশ্ন: ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৪ তম (২০২৬ সালে ২৩ তম আসর হবে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক