Daily Affairs 18 November 2025

Daily Affairs 18 November 2025

Daily Affairs 18 November 2025

প্রশ্ন: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫-এ কোন ক্ষেত্রে ‘না ভোট’ চালু হয়েছে?
উত্তর: একক প্রার্থীর আসনে।

প্রশ্ন: দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর: চট্টগ্রাম।

প্রশ্ন: এডিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতি?
উত্তর: দ্বিতীয় (এশিয়ায় ৯ম)।

প্রশ্ন: পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা আইন কবে প্রণীত হয়?
উত্তর: ২০১৩ সালে।

প্রশ্ন: লালদিয়া কনটেইনার টার্মিনালের দায়িত্ব কোন দেশ পেয়েছে?
উত্তর: ডেনমার্ক।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে?
উত্তর: কার্টেল দে লস সোলেস।

প্রশ্ন: ট্রপিক্যাল ফরেস্টস ফর এভার ফান্ড (TFFF)-এ এখন পর্যন্ত কতটি দেশ আছে?
উত্তর: ৫৩টি দেশ।

প্রশ্ন: অস্কার পুরস্কার ২০২৫ কে লাভ করেছেন?
উত্তর: টম ক্রুজ।

প্রশ্ন: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হোয়াইট হাউসে কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৮ নভেম্বর ২০২৫।

প্রশ্ন: ফ্যাসিবাদের জনক কে?
উত্তর: বেনিতো মুসোলিনি। (১৯২২–১৯৪৩ পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী)

প্রশ্ন: ২০৫০ সালে বিশ্বে খাদ্যের চাহিদা কত শতাংশ বাড়তে পারে?
উত্তর: ৭০%।

প্রশ্ন: বাংলাদেশের মোট গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণ কত?
উত্তর: ২৮১.৩৮ মিলিয়ন টন।

প্রশ্ন: বাংলাদেশের মোট GHG–এর কত শতাংশ CO₂?
উত্তর: ৪৪.৮%।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থান পেয়েছেন?
উত্তর: ড. সৈয়দ বাহাউদ্দিন আলম।

প্রশ্ন: ‘নিউক্লিয়ার নিউজ ৪০ আন্ডার ৪০ (২০২৫)’ তালিকা কোন প্রতিষ্ঠান প্রকাশ করে?
উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক নিউক্লিয়ার নিউজওয়্যার।

প্রশ্ন: বৈদেশিক মুদ্রা রিজার্ভের কত শতাংশ মার্কিন ডলারে রাখা হয়?
উত্তর: ৫৮ শতাংশ।

প্রশ্ন: কতটি দেশ সরকারি মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করে?
উত্তর: ৩১টি দেশ।

প্রশ্ন: এফ–৩৫ যুদ্ধবিমান কোন কোম্পানি নির্মাণ করে?
উত্তর: লকহিড মার্টিন।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক