Daily Affairs 16 November 2025
Daily Affairs 16 November 2025
প্রশ্ন: বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষিজমির কত শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে?
উত্তর: ৩০ শতাংশ।
প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা কত?
উত্তর: ৬১টি।
প্রশ্ন: দেশের দ্বিতীয় বৃহত্তম বিল কোনটি?
উত্তর: বিল ডাকাতিয়া (খুলনা)।
প্রশ্ন: বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে যুক্ত?
উত্তর: ৪০ শতাংশ।
প্রশ্ন: যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম কী?
উত্তর: অপারেশন সাউদার্ন স্পিয়ার।
প্রশ্ন: পুলিশের নতুন ইউনিফর্মের বর্ণ কী?
উত্তর: লৌহ রঙ।
প্রশ্ন: ত্রিনিদাদ ও টোবাগো কোথায় অবস্থিত?
উত্তর: ভেনেজুয়েলার উত্তর-পূর্ব সীমান্তে।
প্রশ্ন: ইন্দোনেশিয়া সরকারের B-50 নীতি কী?
উত্তর: কার্বন নিঃসরণ কমাতে ডিজেলে বাধ্যতামূলক ৫০% পাম অয়েল ব্যবহার।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: স্যামসাং।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলবেন কে?
উত্তর: মুশফিকুর রহিম।
প্রশ্ন: বাংলাদেশের ‘কৃষি দিবস’ কবে উদযাপিত হয়?
উত্তর: ১লা অগ্রহায়ণ।
প্রশ্ন: চলতি অর্থবছরের প্রথম চার মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি কত?
উত্তর: ১২ কোটি ডলার।
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?
উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
প্রশ্ন: “অনন্যা সাহিত্য পুরস্কার–১৪৩২” পেয়েছেন কে?
উত্তর: মহুয়া রউফ।
প্রশ্ন: কোন দুই বইয়ের জন্য মহুয়া রউফ এই পুরস্কার পেয়েছেন?
উত্তর: ‘দখিন দুয়ার খোলা’ ও ‘লাতিনের নাটাই’।
প্রশ্ন: ২০২৫ সালে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের লক্ষ্য কত?
উত্তর: প্রায় ১০০ বিলিয়ন ডলার।
প্রশ্ন: বর্তমানে বিশ্বের শীর্ষ ২০টি AI মডেলের মধ্যে চীন কতটি তৈরি করেছে?
উত্তর: ১৪টি।
প্রশ্ন: xAI–এর তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কী?
উত্তর: Grokipedia.
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন