Daily Affairs 13 November 2025

Daily Affairs 13 November 2025

Daily Affairs 13 November 2025

প্রশ্ন: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: ৯৫ নং।

প্রশ্ন: সম্প্রতি টাইফুন ফুং ওংয়ে কোন দেশে আঘাত হেনেছে?
উত্তর: তাইওয়ান।

প্রশ্ন: লালদিয়া কনটেইনার টার্মিনাল কোথায় নির্মিত হবে?
উত্তর: চট্টগ্রামের পতেঙ্গায়।

প্রশ্ন: ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উত্তর: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

প্রশ্ন: CODIS এর পূর্ণরূপ কী?
উত্তর: Combined DNA Index System।

প্রশ্ন: হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাস কোনটি?
উত্তর: দেয়াল (২০১২)।

প্রশ্ন: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৫ সালে।

প্রশ্ন: রেলপথ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছর রেলের পরিচালন ব্যয়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?
উত্তর: ৪ হাজার ২২৯ কোটি টাকা।

প্রশ্ন: সম্প্রতি পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর সংযোগকারী নতুন মহাসড়কের নাম কী?
উত্তর: Via Baltica।

প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ (২০২৪) অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ নারী?
উত্তর: ৪৪.২ শতাংশ।

প্রশ্ন: ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: গোলাম মোস্তফা। (মৃত্যু: ১৩ অক্টোবর, ১৯৬৪)

প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ এর রচয়িতা কে?
উত্তর: হুমায়ূন আহমেদ। (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮)

প্রশ্ন: ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৩ অক্টোবর, ২০০২।

প্রশ্ন: দেশে মোট ওষুধের কত শতাংশ নিজস্বভাবে তৈরি হয়?
উত্তর: প্রায় ৯৫ শতাংশ। (৮৫ শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়)

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশ কতটি দেশে ওষুধ রপ্তানি করে?
উত্তর: প্রায় ১৫০টি দেশে।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী চ্যাপম্যান ঢাকায় আসছেন কবে?
উত্তর: ১৩ নভেম্বর, ২০২৫।

প্রশ্ন: লালদিয়া কনটেইনার টার্মিনালে কত টাকার বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস?
উত্তর: প্রায় ৮০০ মিলিয়ন ডলার। (চুক্তির মেয়াদ: ৩০ বছর)

প্রশ্ন: এপিএম টার্মিনালস কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: ডেনমার্কভিত্তিক। (মায়ের্সক-Maersk গ্রুপের)

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক