Daily Affairs 5 November 2025
Daily Affairs 5 November 2025
প্রশ্ন: ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তির কত শতাংশ নারী?
উত্তর: প্রায় ৪৪.২ শতাংশ। (সূত্র: বিবিএস)
প্রশ্ন: ‘সোনাদিয়া দ্বীপ’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা।
প্রশ্ন: ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ৪ নভেম্বর, ২০২৫।
প্রশ্ন: ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ কোথায় নির্মাণ করা হয়েছে?
উত্তর: ‘মুক্তি তোরণ’ আগারগাঁওয়ে এবং ‘স্বাধীনতা তোরণ’ বাড্ডায়।
প্রশ্ন: ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক উৎস থেকে জলবায়ু অর্থায়নে গড়ে কত ডলার বরাদ্দ এসেছে?
উত্তর: ৮৬.২ মিলিয়ন ডলার।
প্রশ্ন: পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করেছে কোন দেশ?
উত্তর: চীন।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নির্বাচিত প্রথম মুসলিম মেয়রের নাম কী?
উত্তর: জোহরান মামদানি।
প্রশ্ন: ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাসকট কতটি?
উত্তর: ৩টি।
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সয়াবিন বীজ আমদানির প্রধান দেশ কোনগুলো?
উত্তর: ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত কোনটি?
উত্তর: চামড়া ও চামড়াজাত পণ্য।
প্রশ্ন: দেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক খাতের?
উত্তর: ৮০ শতাংশ।
প্রশ্ন: এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: ‘আরামকো’ কোন দেশভিত্তিক জ্বালানি তেল কোম্পানি?
উত্তর: সৌদি আরব।
প্রশ্ন: ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে’— সংবিধানের কতনং অনুচ্ছেদে রয়েছে?
উত্তর: ২৯(১)।
প্রশ্ন: ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কী?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ (গভীরতা: ১০,৯৮৪ মিটার)।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলের নাম কী?
উত্তর: নরওয়ে ওয়েলথ ফান্ড।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন