Daily Affairs 19 October 2025

Daily Affairs 19 October 2025

Daily Affairs 19 October 2025

প্রশ্ন: কত সালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের পথচলা শুরু হয়?
উত্তর: ১৯৮৮ সালে।

প্রশ্ন: বর্তমানে কতটি দেশে বা স্থানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছেন?
উত্তর: ১০ টি।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কোন শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তি কার্যক্রমে যাত্রা শুরু করে?
উত্তর: নামিবিয়া শান্তি রক্ষা মিশন (১৯৮৯)।

প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮৮৮ সালে।

প্রশ্ন: ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ফররুখ আহমদ। (মৃত্যু: অক্টোবর ১৯, ১৯৭৪)

প্রশ্ন: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১৯ সালে। (বর্তমান সদস্য দেশ: ১৮৭ টি)

প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে ILO প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভার্সাই চুক্তি (১৯ এপ্রিল ১৯১৯)।

প্রশ্ন: দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)’ এর সব কয়টি কনভেনশন অনুসমর্থন করবে?
উত্তর: বাংলাদেশ (২২ অক্টোবর ২০২৫)।

প্রশ্ন: বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নতুন সভাপতির নাম কী?
উত্তর: মো. বেলাল হোসেন।

প্রশ্ন: বায়ুমান বিশ্লেষণকারী ‘আইকিউএয়ার’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: সুইজারল্যান্ড।

প্রশ্ন: ‘পাওয়ার অব সাইবেরিয়া–২’ পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবারহে ব্যবহৃত হবে?
উত্তর: রাশিয়া ও চীন।

প্রশ্ন: বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক ২০২৪ অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৯ম।

প্রশ্ন: জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে কত সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়?
উত্তর: ২০১০ সালে।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে তৈরি প্রথম ব্ল্যাকওয়েল ওয়েফার চিপ উন্মোচন করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: এনভিডিয়া কোম্পানি।

প্রশ্ন: ‘পার্পল’ ও ‘ব্লু’ কার্ড কোন খেলার সঙ্গে সম্পৃক্ত?
উত্তর: ফুটবল।

প্রশ্ন: ইরানের পারমাণবিক চুক্তি ‘জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন’-এর মেয়াদ শেষ হবে কবে?
উত্তর: ১৮ অক্টোবর ২০২৫।

прশ্ন: ‘জাইতুন’ অঞ্চলটি কোথায় অবস্থিত?
উত্তর: গাজা, ফিলিস্তিন।

প্রশ্ন: ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দল কোনটি?
উত্তর: মরক্কো।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক