Daily Current Affairs 8 May 2025
Daily Current Affairs 8 May 2025
প্রশ্ন ১: সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কী?
উত্তর: কাসেম বাসির (১২০০ কি.মি. পাল্লার)।
প্রশ্ন ২: স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কী?
উত্তর: অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
প্রশ্ন ৩: আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত?
উত্তর: সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে।
প্রশ্ন ৪: কোনো দেশের ‘স্বল্পোন্নত দেশের তালিকা’ (LDC) থেকে উত্তরণে কয়টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: ৩টি।
প্রশ্ন ৫: বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন ৬: ২০২৫ সালের পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস ‘James’-এর রচয়িতা কে?
উত্তর: পার্সিভাল এভারেট।
প্রশ্ন ৭: এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন ৮: দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: রাজশাহীতে।
প্রশ্ন ৯: “পুলিৎজার পুরস্কার ২০২৫” পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম কী?
উত্তর: মোসাব আবু তোহা।
প্রশ্ন ১০: সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কী?
উত্তর: অপারেশন সিঁদুর।
প্রশ্ন ১১: চেনাব নদী কোন নদীর উপনদী?
উত্তর: সিন্ধু নদী।
প্রশ্ন ১২: সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছে?
উত্তর: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন ১৩: Forbes-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর: ইলন মাস্ক।
Daily Current Affairs MCQ
১. সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কী?
ক. সাজিল-৩
খ. ইমাদ
গ. ঘাজি
ঘ. কাসেম বাসির (সঠিক উত্তর)
২. স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কী?
ক. ডা. সাবির হোসেন
খ. অধ্যাপক ডা. এ কে আজাদ খান
গ. ডা. ফারজানা হক
ঘ. ডা. আবদুল মালেক
খ. অধ্যাপক ডা. এ কে আজাদ খান (সঠিক উত্তর)
৩. আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত?
ক. লস অ্যাঞ্জেলেস
খ. নিউইয়র্ক
গ. সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে
ঘ. শিকাগো
গ. সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে (সঠিক উত্তর)
৪. কোনো দেশের ‘স্বল্পোন্নত দেশের তালিকা’ (LDC) থেকে উত্তরণে কয়টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
খ. ৩টি (সঠিক উত্তর)
৫. বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. কানাডা
ঘ. অস্ট্রেলিয়া
ক. যুক্তরাষ্ট্র (সঠিক উত্তর)
৬. ২০২৫ সালের পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস ‘James’-এর রচয়িতা কে?
ক. কোলসন হোয়াইটহেড
খ. পার্সিভাল এভারেট
গ. মারগারেট অ্যাটউড
ঘ. টনি মরিসন
খ. পার্সিভাল এভারেট (সঠিক উত্তর)
৭. এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ?
ক. ভারত
খ. চীন
গ. নেপাল
ঘ. বাংলাদেশ
ঘ. বাংলাদেশ (সঠিক উত্তর)
৮. দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
ক. খুলনা
খ. রাজশাহী
গ. কক্সবাজার
ঘ. রাঙামাটি
খ. রাজশাহী (সঠিক উত্তর)
৯. “পুলিৎজার পুরস্কার ২০২৫” পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম কী?
ক. মাহমুদ দারবিশ
খ. মোসাব আবু তোহা
গ. ইলহান ওমর
ঘ. রামি এস হান্না
খ. মোসাব আবু তোহা (সঠিক উত্তর)
১০. সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কী?
ক. অপারেশন বজ্র
খ. অপারেশন অগ্নিপথ
গ. অপারেশন সিঁদুর
ঘ. অপারেশন ধ্বংস
গ. অপারেশন সিঁদুর (সঠিক উত্তর)
১১. চেনাব নদী কোন নদীর উপনদী?
ক. গঙ্গা
খ. ব্রহ্মপুত্র
গ. সিন্ধু
ঘ. যমুনা
গ. সিন্ধু (সঠিক উত্তর)
১২. সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছে?
ক. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
খ. ক্যালটেক
গ. ইয়েল বিশ্ববিদ্যালয়
ঘ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ঘ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (সঠিক উত্তর)
১৩. Forbes-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ধনী কে?
ক. জেফ বেজোস
খ. বার্নার্ড আর্নল্ট
গ. বিল গেটস
ঘ. ইলন মাস্ক
ঘ. ইলন মাস্ক (সঠিক উত্তর)
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন