Daily Affairs 11 October 2025
Daily Affairs 11 October 2025
প্রশ্ন: প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলু জয় করেছেন কে?
উত্তর: বাবর আলী (১৫ সেপ্টেম্বর ২০২৫)।
প্রশ্ন: দেশের দ্বিতীয় রামসার সাইট কোনটি?
উত্তর: টাঙ্গুয়ার হাওর (২০০০ সালে)।
প্রশ্ন: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুসারে ধর্ষণের সর্বোচ্চ সাজা কী?
উত্তর: মৃত্যুদণ্ড।
প্রশ্ন: অতীশ দীপঙ্কর পেশায় কে ছিলেন?
উত্তর: ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক ও বাগ্মী।
প্রশ্ন: নর্থবেঙ্গল চিনিকল কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর।
প্রশ্ন: LDC থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন কত সাল পর্যন্ত বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে?
উত্তর: ২০২৯ সাল পর্যন্ত।
প্রশ্ন: ANZUS ভুক্ত দেশ কয়টি?
উত্তর: ৩টি (যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া)।
প্রশ্ন: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়?
উত্তর: ১১ অক্টোবর ২০২৫ (প্রতিপাদ্য: “আমি যে মেয়ে, আমি যে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি”)।
প্রশ্ন: ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা) — গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য।
প্রশ্ন: রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে কোন দুটি সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত?
উত্তর: আরাকান স্যালভেশন আর্মি (ARSA) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (ARSO)।
প্রশ্ন: দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?
উত্তর: ১৭০টি (সূত্র: বাংলাদেশ চা বোর্ড)।
প্রশ্ন: বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে চা উৎপাদনের পরিমাণ কত ছিল?
উত্তর: ৯ কোটি ৩০ লাখ কেজি (২০২৩ সালে ছিল ১০ কোটি ২ লাখ কেজি)।
প্রশ্ন: ইউনেস্কোর সভাপতি নির্বাচনে মোট কয়টি দেশ প্রার্থীতা ঘোষণা করেছিল?
উত্তর: ৪টি দেশ।
প্রশ্ন: বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রীর নাম কী?
উত্তর: ডিয়েল্লা।
প্রশ্ন: LEED বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা?
উত্তর: USGBC (U.S. Green Building Council)।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন