[PDF] সাধারণ বিজ্ঞান থেকে আসা বিগত বছরের প্রশ্ন সমাধান

সাধারণ বিজ্ঞান থেকে আসা বিগত বছরের প্রশ্ন সমাধান PDF

সাধারণ বিজ্ঞান থেকে আসা বিগত বছরের প্রশ্ন সমাধান PDF টি ডাউনলোড করে রাখুন চাকরির প্রস্তুতিতে দারুণ কাজে আসবে ইনশাআল্লাহ।

চাকরির প্রস্তুতিতে সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রার্থীদের মৌলিক বিজ্ঞান জ্ঞান যাচাই করা হয়। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিনটি শাখা থেকেই নিয়মিত প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো সাধারণত বইয়ের মৌলিক তথ্য ও বাস্তবজ্ঞান নির্ভর হয়ে থাকে। তাই বিগত বছরের প্রশ্ন সমাধান করলে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে তা বোঝা যায় এবং প্রস্তুতিকে সুনির্দিষ্টভাবে সাজানো যায়।

বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে পরীক্ষার প্রশ্নের ধরন ও কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যেমন—”মানবদেহে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে?” অথবা “নিউট্রন কে আবিষ্কার করেন?”—এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার এসেছে। প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে সময় বাঁচে এবং আত্মবিশ্বাসও বাড়ে। এছাড়া একই প্রশ্ন ঘুরে-ফিরে বিভিন্ন পরীক্ষায় আসার প্রবণতা থাকায়, বিগত প্রশ্ন অনুশীলন একটি কার্যকর কৌশল।

এছাড়া, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহজে মনে রাখার জন্য বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর টপিক অনুযায়ী ভাগ করে পড়া উপকারী। এতে একই বিষয়ের উপর যেসব প্রশ্ন এসেছে, তা একসঙ্গে দেখে রিভিশন দেওয়া যায়। যেমন—”হৃৎপিণ্ড”, “রক্ত”, “শ্বাসপ্রশ্বাস”, “বিদ্যুৎ”, “পদার্থের অবস্থা” ইত্যাদি বিষয়ে প্রশ্নের ধরণ বুঝে প্রস্তুতি নেওয়া যায়। ফলে পরীক্ষায় বিজ্ঞান অংশে তুলনামূলকভাবে কম সময়ে বেশি সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক