[ PDF ] Recent GK Suggestion For NSI Written Exam 2025

Recent GK Suggestion For NSI Written Exam 2025

Recent GK Suggestion For NSI Written Exam 2025

NSI লিখিত পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান (Recent GK) সাজেশন নেওয়ার উপায়

১. পাঠ্য পরিধি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ টপিক বাছাই:
NSI-এর লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, সরকারী প্রকল্প, বাজেট, পুরস্কার, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক সংস্থার কর্মকাণ্ড ইত্যাদি থেকে প্রশ্ন আসে। তাই বিগত ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আলোচিত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে পড়াশোনা করতে হবে। কোন বিষয়ের উপর বেশি প্রশ্ন আসে তা বুঝে সেই বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।

২. নির্ভরযোগ্য উৎস থেকে নিয়মিত প্রস্তুতি:
প্রতিদিনের খবর পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জাতীয় দৈনিক (যেমন প্রথম আলো, কালের কণ্ঠ), অনলাইন নিউজ পোর্টাল, সরকারি নোটিশ (মন্ত্রণালয়ের ওয়েবসাইট), এবং মাসিক সাম্প্রতিক সংকলন (যেমন মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স) থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।

৩. নিজস্ব নোট তৈরি ও লিখিত অনুশীলন:
লিখিত পরীক্ষায় প্রশ্ন সাধারণত বর্ণনামূলক হয়, তাই প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের উপর সংক্ষিপ্ত ও সুগঠিত নোট তৈরি করতে হবে। বিষয়ভিত্তিক প্রশ্ন ধরে উত্তর অনুশীলন করলে লেখা দ্রুত ও নির্ভুল হবে। নিজের লেখার গতি ও উপস্থাপনা বাড়াতে প্রতিদিন অন্তত একটি করে সাম্প্রতিক বিষয় লিখে অনুশীলন করা উচিত। পরীক্ষার আগে কয়েকবার এই নোটগুলো রিভিশন করলে স্মরণশক্তি ও আত্মবিশ্বাস বাড়বে।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক