[PDF] শব্দ থেকে আসা বিগত সালের MCQ প্রশ্নোত্তর

শব্দ থেকে আসা বিগত সালের MCQ প্রশ্নোত্তর PDF

শব্দ থেকে আসা বিগত সালের MCQ প্রশ্নোত্তর PDF টি ডাউনলোড করে রাখুন চাকরির প্রস্তুতিতে কাজে আসবে ইনশাআল্লাহ।

এখানে বিগত সালের চাকরির পরীক্ষায় আসা শব্দ ও শব্দের শ্রেণি বিভাগ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ও পারিভাষিক শব্দ থেকে mcq প্রশ্নোত্তর আছে।

চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদান যেমন—শব্দ ও শব্দের শ্রেণিবিভাগ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এবং পারিভাষিক শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রে বাংলা ভাষার উপর যেসব অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে, তার মধ্যে এ উপাদানগুলো অন্যতম। শব্দের শ্রেণিবিভাগ যেমন—ব্যাকরণভিত্তিক নাম, ক্রিয়া, বিশেষণ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে বাক্য বিশ্লেষণ সহজ হয় এবং ভাষা সংক্রান্ত যুক্তিপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়। ফলে প্রার্থী পরীক্ষায় ভালো স্কোর করতে পারে।

বিপরীত শব্দ ও সমার্থক শব্দ জানা থাকলে কমন ভোকাবুলারি প্রশ্নগুলো সহজেই সমাধান করা যায়। এক শব্দের বিপরীত বা সমার্থক শব্দ জিজ্ঞাসা করা হলে সেটি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়া সম্ভব হয়। যেমন—‘সৎ’ শব্দের বিপরীত ‘দুষ্ট’ অথবা ‘নিষ্ঠুর’ শব্দের সমার্থক হতে পারে ‘নির্দয়’। এসব প্রশ্ন সাধারণত এক নম্বরের হলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি নম্বর গুরুত্বপূর্ণ, তাই এগুলো উপেক্ষা করার সুযোগ নেই।

পারিভাষিক শব্দ চাকরির পরীক্ষায় বিশেষ করে বাংলা, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট অংশে জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন বিষয়ের ইংরেজি পরিভাষার বাংলা প্রতিশব্দ জানা থাকলে তা মাল্টিপল চয়েস প্রশ্নে দ্রুত উত্তর দিতে সহায়ক হয়। যেমন—‘Software’ এর বাংলা পরিভাষা ‘সফটওয়্যার’, ‘Democracy’ এর বাংলা ‘গণতন্ত্র’। এভাবে বিগত সালের প্রশ্নভিত্তিক অধ্যয়ন করলে কোন কোন শব্দ বারবার আসছে তা বোঝা যায় এবং প্রস্তুতিটাও আরও লক্ষ্যভিত্তিক ও ফলপ্রসূ হয়।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক