Daily Affairs 7 December 2025

Daily Affairs 7 December 2025

প্রশ্ন: বিশ্বের শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র (দ্বিতীয়: চীন)।

প্রশ্ন: রাবনাবাদ চ্যানেল খননকাজ পরিচালনাকারী দেশ কোনটি?
উত্তর: বেলজিয়াম (প্রতিষ্ঠান: Jan De Nul)।

প্রশ্ন: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারত ও শ্রীলংকা (৭ ফেব্রুয়ারি–৮ মার্চ ২০২৬)।

প্রশ্ন: ভুটান বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৬ ডিসেম্বর ১৯৭১ (বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ)।

প্রশ্ন: ‘এল ফাশের’ শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: সুদান।

প্রশ্ন: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কত তারিখ?
উত্তর: ৭ ডিসেম্বর।

প্রশ্ন: ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৮৫।

প্রশ্ন: GCC (Gulf Cooperation Council) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ কতটি?
উত্তর: ৬টি (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত)।

প্রশ্ন: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কতটি দেশ?
উত্তর: ৪৮টি দেশ।

প্রশ্ন: বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় কত সালে?
উত্তর: ৩ ডিসেম্বর ১৯৫৫।

প্রশ্ন: দেশে স্থলবন্দরের সংখ্যা কত?
উত্তর: ২১টি।

প্রশ্ন: একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর: ২০–২৫%।

প্রশ্ন: ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১১২ (১১৯টি দেশের মধ্যে)।

প্রশ্ন: হাজং আধিবাসীদের বসবাসে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: নেত্রকোনা (জনসংখ্যা: ৪৩২৭ জন)।

প্রশ্ন: পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের IS-বিরোধী বৈশ্বিক জোটের কততম সদস্য সিরিয়া?
উত্তর: ৯০তম।

প্রশ্ন: হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এ বছর মনোনীত বাংলাদেশী কে?
উত্তর: সানজিদা ইসলাম (‘মায়ের ডাক’ এর সমন্বয়ক)।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক