Daily Affairs 4 December 2025

Daily Affairs 4 December 2025

প্রশ্ন: ‘জাতীয় বস্ত্র দিবস’ কত তারিখ?
উত্তর: ৪ ডিসেম্বর।

প্রশ্ন: বাংলাদেশের ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)’ কবে থেকে কার্যকর হচ্ছে?
উত্তর: ১৬ ডিসেম্বর থেকে।

প্রশ্ন: কপ–৩০ সম্মেলনের স্লোগান কী ছিল?
উত্তর: Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)।

প্রশ্ন: কপ–৩০ সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিল?
উত্তর: ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।

প্রশ্ন: লেবাননের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: নাওয়াফ সালাম।

প্রশ্ন: আর্থিক লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম পে–পাল কোন দেশের প্রতিষ্ঠান?
উত্তর: যুক্তরাষ্ট্র (প্রতিষ্ঠিত: ১৯৯৮)।

প্রশ্ন: পৃথিবীর কতটি দেশে পে–পাল কার্যক্রম পরিচালনা করে?
উত্তর: প্রায় ২০০টির বেশি দেশে।

প্রশ্ন: বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করে কোন দেশ?
উত্তর: জাপান।

প্রশ্ন: ৪ ডিসেম্বর ২০২৫ বাজারে আসা নতুন ৫০০ টাকার নোটের পেছনের অংশে কোন প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে?
উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
(সামনের অংশে: কেন্দ্রীয় শহিদ মিনার, জলপাই পাতা ও জাতীয় শাপলা)

প্রশ্ন: রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার সংশোধিত দফা কয়টি?
উত্তর: ১৯টি (পূর্বে ছিল ২৮টি)।

প্রশ্ন: জাতীয় বস্ত্র দিবস ২০২৫–এর প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি।

প্রশ্ন: ‘অপারেশন ওমেগা’ কী?
উত্তর: ১৯৭১ সালে বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদানের জন্য লন্ডনে গঠিত একটি আন্তর্জাতিক দল।

প্রশ্ন: স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: এম এ জি ওসমানী।

প্রশ্ন: জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কী বলা হয়?
উত্তর: অ্যাম্বাসেডর।

প্রশ্ন: বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল?
উত্তর: বর্ধমান হাউস।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কত সালে হয়েছিল?
উত্তর: ১১৭৬ সালে।

প্রশ্ন: কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়?
উত্তর: পঞ্চদশ সংশোধনী।

প্রশ্ন: জাতিসংঘের ইউএনওডিসি তথ্য অনুযায়ী বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিয়ানমার।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক