Daily Affairs 3 November 2025

Daily Affairs 3 November 2025

Daily Affairs 3 November 2025

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: তাজউদ্দীন আহমদ। (মৃত্যুঃ ৩ নভেম্বর, ১৯৭৫)

প্রশ্ন: জেলহত্যা দিবস পালিত হয় কবে?
উত্তর: ৩ নভেম্বর। (১৯৭৫ সালের এই দিনে জাতীয় ৪ নেতাকে কারাগারে হত্যা করা হয়)

প্রশ্ন: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা কত?
উত্তর: ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ‘বঙ্গভাষা ও সাহিত্য’-এর রচয়িতা কে?
উত্তর: দীনেশচন্দ্র সেন। (জন্মঃ ৩ নভেম্বর, ১৮৬৬)

প্রশ্ন: নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
উত্তর: ভারত। (রানার্স আপঃ দক্ষিণ আফ্রিকা)

প্রশ্ন: বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ কত?
উত্তর: ৪৯৭ বিলিয়ন মার্কিন ডলার। (ফোর্বস ম্যাগাজিন, ১ নভেম্বর ২০২৫ অনুযায়ী)

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কোন ধরনের যোগাযোগ চ্যানেল চালুর বিষয়ে একমত হয়?
উত্তর: সামরিক-থেকে-সামরিক যোগাযোগ চ্যানেল।

প্রশ্ন: সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করবেন কে?
উত্তর: আহমেদ আল-শারা। (সম্ভাব্য সফর তারিখ: ১০ নভেম্বর, ২০২৫)

প্রশ্ন: রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কোন দেশের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত?
উত্তর: জাপান। (১৯৮৭ সালে)

প্রশ্ন: ‘বিশ্বের রাজধানী’ হিসেবে খ্যাত কোন শহর?
উত্তর: নিউইয়র্ক।

প্রশ্ন: ‘মানামা সংলাপ ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মানামা, বাহরাইন। (২১তম আসর)

প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে জনবহুল ও প্রধান তেল উত্তোলনকারী দেশ কোনটি?
উত্তর: নাইজেরিয়া।

প্রশ্ন: সুদানের ‘এল-ফাশের’ শহরটি যে বাহিনী দখল করেছে তার নাম কী?
উত্তর: র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক