Daily Affairs 23 October 2025

Daily Affairs 23 October 2025

Daily Affairs 23 October 2025

প্রশ্ন: সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ?
উত্তর: তিনটি (২২ অক্টোবর ২০২৫)।

প্রশ্ন: বাংলাদেশের জিডিপিতে রেমিট্যান্সের অবদান কত শতাংশ?
উত্তর: ৬–৭ শতাংশ।

প্রশ্ন: সম্প্রতি ‘ভারত’ বাংলাদেশের কোন পণ্যের ওপর কাউন্টারভেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক তদন্ত করেছে?
উত্তর: পাট।

প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে ২০২৪ সালে ঘটে যাওয়া ‘জুলাই বিপ্লব’কে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: জাতিসংঘ।

প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে কোথায়?
উত্তর: ইরানে।

প্রশ্ন: সম্প্রতি ‘কে-১’ ভিসা চালু করেছে কোন দেশ?
উত্তর: চীন।

প্রশ্ন: পাকিস্তান–আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯ অক্টোবর ২০২৫ (দোহা, কাতার)।

প্রশ্ন: ‘ফিরকাতুল গুরাবা’ কোন দেশের বিখ্যাত চরমপন্থি গোষ্ঠী?
উত্তর: সিরিয়া।

প্রশ্ন: ‘পানমুনজাম’ গ্রামটি কোন দুই দেশের সীমান্তে অবস্থিত?
উত্তর: দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া।

প্রশ্ন: ‘অ্যাটলাস’ নামে এআই চালিত নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে কে?
উত্তর: ওপেনএআই।

প্রশ্ন: “স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” — কথাটি কার রচনা?
উত্তর: শামসুর রাহমান। (জন্ম: ২৩ অক্টোবর, ১৯২৯)

প্রশ্ন: ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়। (মৃত্যু: ২৩ অক্টোবর, ২০১২)

প্রশ্ন: ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করা হয় কবে?
উত্তর: ২২ অক্টোবর।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশুর নাম কী?
উত্তর: আয়ান খান রুহাব।

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে?
উত্তর: ৯০০ কোটি টাকা।

প্রশ্ন: ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’-এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৯৩তম। (সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন)

প্রশ্ন: ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’-এ শীর্ষে থাকা দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ড। (২২৬টি দেশের মধ্যে)

প্রশ্ন: OpenAI-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজারের নাম কী?
উত্তর: ChatGPT Atlas।

প্রশ্ন: ‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?
উত্তর: জীবনানন্দ দাশ। (মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪)

প্রশ্ন: জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত গৃহীত হয়?
উত্তর: ৭৬তম অধিবেশনে।

প্রশ্ন: ‘ঘুমধুম সীমান্ত’ কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: নাইক্ষ্যংছড়ি। (জেলা: বান্দরবান)

প্রশ্ন: টাইফয়েডের টিকা দেওয়ার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।

প্রশ্ন: ২০২৫ সালের জুন পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার রিজার্ভ কত ছিল?
উত্তর: ৩৭ হাজার টনের বেশি।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সোনার ভান্ডারের মালিক কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র। (মোট মজুত: ৮,১৩৩ টন)

প্রশ্ন: সানায়ে তাকাইচি জাপানের কততম প্রধানমন্ত্রী?
উত্তর: ১০৪তম।

প্রশ্ন: মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: হেরিনসালামা রাজাওনারিভেলো।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন
Share It:

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক