Daily Affairs 2 December 2025
Daily Affairs 2 December 2025
প্রশ্ন: নভেম্বর মাসে দেশে কত রেমিট্যান্স এসেছে?
উত্তর: ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। (বাংলাদেশ ব্যাংক)
প্রশ্ন: নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে কোন বিদ্যুৎকেন্দ্র রেকর্ড গড়েছে?
উত্তর: মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট (এমএসটিপিপি), রামপাল।
प्रশ্ন: বাংলাদেশ–ভারত যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট সক্ষমতা কত?
উত্তর: ১৩২০ মেগাওয়াট।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ১৭২.২৮ মিলিয়ন। (অর্থনৈতিক সমীক্ষা–২০২৫)
প্রশ্ন: গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মৃত্যুদণ্ড।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশাকার কে?
উত্তর: পটুয়া কামরুল হাসান। (জন্ম: ২ ডিসেম্বর ১৯২১)
প্রশ্ন: সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে জার্মানির সহায়তা কত?
উত্তর: ১৬০ মিলিয়ন ইউরো।
প্রশ্ন: আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস কবে?
উত্তর: ২ ডিসেম্বর।
(প্রতিপাদ্য: ‘দাসত্ব-বর্ণবাদের উত্তরাধিকার বিলোপ: বৈশ্বিক ন্যায়বিচারের জন্য বাধ্যতামূলক’)
প্রশ্ন: পিপিআরসি–২০২৫ অনুসারে বাংলাদেশের বর্তমান দারিদ্র্যের হার কত?
উত্তর: ২৭.৯৩%।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর: ৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর মাধ্যমে দেশে কত ধরনের টিকা দেওয়া হচ্ছে?
উত্তর: ১২টি রোগ প্রতিরোধে ১০ ধরনের টিকা।
প্রশ্ন: ২০২৫ সালে কোন বন্দর ৭৫ বছর (প্লাটিনাম জয়ন্তী) পূর্ণ করেছে?
উত্তর: মোংলা সমুদ্র বন্দর। (শুরু: ১৯৫০)
প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ২ ডিসেম্বর ১৯৯৭।
প্রশ্ন: মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং সেবা প্রদানে কোন সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে?
উত্তর: এনেক্স কমিউনিকেশনস।
প্রশ্ন: প্রাচীন পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
প্রশ্ন: লালদিয়া কনটেইনার টার্মিনাল কোন নদীর মোহনায় নির্মিত হবে?
উত্তর: কর্ণফুলী নদীর মোহনায়।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ভেনিজুয়েলা।
প্রশ্ন: জাতীয় তথ্য ও সেবার হেল্পলাইন নম্বর কত?
উত্তর: ৩৩৩।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন