Daily Affairs 15 November 2025

Daily Affairs 15 November 2025

Daily Affairs 15 November 2025

প্রশ্ন: ‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক। (মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১)

প্রশ্ন: ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে আনুমানিক কত মানুষ বাস্তুচ্যুত হতে পারেন?
উত্তর: ১ কোটি ৩৩ লাখ। (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)

প্রশ্ন: IMF–এর মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে?
উত্তর: ৩.৭%।

প্রশ্ন: ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৪৫ (গত বছর ছিল ৪০)।

প্রশ্ন: বাংলাদেশ ডব্লিউটিওর সদস্য হয় কোন সালে?
উত্তর: ১৯৯৫ সালে।

প্রশ্ন: ২০০৬-২৩ সময়ে বাংলাদেশ WTO–র ‘Aid for Trade Initiative’–এ কোন অবস্থানে ছিল?
উত্তর: শীর্ষ ১০ সুবিধাভোগীর মধ্যে।

প্রশ্ন: ২০০৬-২৩ সাল পর্যন্ত WTO–র ‘Aid for Trade Initiative’–এর অধীনে বাংলাদেশ কত অর্থ পেয়েছে?
উত্তর: ২৩ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনের নাম কী?
উত্তর: টাংগুলা স্টেশন, তিব্বত। (উচ্চতা ৫,০৬৮ মিটার)

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বন কোনটি?
উত্তর: আমাজন ফরেস্ট।

প্রশ্ন: ‘নামহীন গোত্রহীন’ গ্রন্থের লেখক কে?
উত্তর: হাসান আজিজুল হক।

প্রশ্ন: ডায়াবেটিসের প্রধান চিকিৎসা কী?
উত্তর: শৃঙ্খলিত জীবনযাপন।

প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম অর্থনীতি ও সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তর: নাইজেরিয়া।

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর: টাংগুলা রেলওয়ে স্টেশন, তিব্বত।
(একই তথ্য হওয়ায় কেবল একবারই রাখা হয়েছে)

প্রশ্ন: বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
উত্তর: ফুটবলার হামজা চৌধুরী।

প্রশ্ন: কপ-৩০ জলবায়ু সম্মেলনে কোন দেশ অনুপস্থিত ছিল?
উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে?
উত্তর: ৩২ নং।

প্রশ্ন: ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩২’ পাচ্ছেন কে?
উত্তর: মহুয়া রউফ।

প্রশ্ন: ইটাখোলা মুড়া কী?
উত্তর: এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন
Share It:

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক