Daily Affairs 12 November 2025
Daily Affairs 12 November 2025
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধি কত শতাংশ?
উত্তর: ৬–৮ শতাংশ।
প্রশ্ন: জুলাই জাতীয় সনদের মধ্যে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব কতটি?
উত্তর: ৪৮টি (মোট প্রস্তাব ৮৪টি)।
প্রশ্ন: শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ।
প্রশ্ন: সরকারি প্রতিষ্ঠান কোন চুক্তির মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে?
উত্তর: জি-টু-জি (G2G) চুক্তি।
প্রশ্ন: জেনেভা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ২০ নভেম্বর ২০২৫।
প্রশ্ন: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১০ নভেম্বর ২০২৫।
প্রশ্ন: রোসনেফট ও লুকঅয়েল কোন দেশভিত্তিক তেল কোম্পানি?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবেন কবে?
উত্তর: ১ জানুয়ারি ২০২৬।
প্রশ্ন: বুকার পুরস্কার ২০২৫ পেয়েছেন কে?
উত্তর: ডেভিড সজলে। (কানাডায় জন্ম নেওয়া ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক)
প্রশ্ন: ডেভিড সজলে কোন উপন্যাসের জন্য ২০২৫ সালের বুকার পুরস্কার পেয়েছেন?
উত্তর: ফ্লেশ (Flesh)।
প্রশ্ন: COP-31 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের ঋণ-জিডিপির অনুপাত কত?
উত্তর: প্রায় ৪০.৩%। (সূত্র: IMF)
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার কত?
উত্তর: ১০%।
প্রশ্ন: ‘দিলরুবা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ফররুখ আহমদ।
প্রশ্ন: যুক্তরাষ্ট্র ও চীনের সম্মিলিত ঋণের পরিমাণ কত?
উত্তর: ৫৭ ট্রিলিয়ন ডলার। (সূত্র: IMF)
প্রশ্ন: বিশ্বের মোট ঋণের কত শতাংশ শীর্ষ ১০ ঋণগ্রস্ত দেশের দখলে?
উত্তর: ৮১%।
প্রশ্ন: বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় কবে?
উত্তর: প্রতি বছর ১২ নভেম্বর।
টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!
সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd
চ্যানেলটিতে যোগ দিন