Daily Affairs 11 December 2025

Daily Affairs 11 December 2025

Daily Affairs 11 December 2025

প্রশ্ন: দেশের কোন বিভাগে প্রাকৃতিক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি (IOM অনুযায়ী)?
উত্তর: চট্টগ্রাম।

প্রশ্ন: জাতীয় মূল্য সংযোজন কর দিবস কবে উদযাপিত হয়?
উত্তর: ১০ ডিসেম্বর।

প্রশ্ন: ‘ওকিনাওয়া’ দ্বীপ কোন দেশের অধীনে?
উত্তর: জাপান।

প্রশ্ন: জাতিসংঘের এমভিআই বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে বাংলাদেশ থেকে কে মনোনীত হয়েছেন?
উত্তর: ড. ফাহমিদা খাতুন।

প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক কাজ করে?
উত্তর: UNCTAD।

প্রশ্ন: ২০২৫ সালের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য কী?
উত্তর: ‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য।’

প্রশ্ন: শান্তিতে নোবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়?
উত্তর: নরওয়ে।

প্রশ্ন: যমুনা সারকারখানা কোথায় অবস্থিত?
উত্তর: তারাকান্দি, জামালপুর।

প্রশ্ন: বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে প্রণীত হয়?
উত্তর: ২০১২ সালে।

прশ্ন: প্রথমবারের মতো ১০ বছরের জন্য বাফুফে’র উন্নয়ন সহযোগী হয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বিএসআরএম।

প্রশ্ন: ২০২৪–২৫ বিপণন বছরে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: ২০২৪–২৫ বছরে বাংলাদেশ কত মিলিয়ন বেল তুলা আমদানি করেছে?
উত্তর: ৮.২৮ মিলিয়ন বেল।

প্রশ্ন: ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সুতো আমদানির কত শতাংশ ভারত সরবরাহ করেছে?
উত্তর: ৮২%।

প্রশ্ন: দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক সংখ্যা কত? (রয়টার্স অনুযায়ী)
উত্তর: ৪০ লাখ।

প্রশ্ন: চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার কত?
উত্তর: ২.০ লাখ কোটি টাকা। (মূল এডিপি ছিল ২.৩০ লাখ কোটি)

প্রশ্ন: এমভিআই (MVI) সূচক কী পরিমাপ করে?
উত্তর: বহুমাত্রিক দুর্বলতা।

প্রশ্ন: ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে কোন দেশে ২০০–এর বেশি মানুষের মৃত্যু হয়েছে?
উত্তর: ফিলিপাইন।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক