Daily Affairs 1 November 2025

Daily Affairs 1 November 2025

Daily Affairs 1 November 2025

প্রশ্ন: ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। (মৃত্যুঃ ১ নভেম্বর, ১৯৫০)

প্রশ্ন: ‘সধবার একাদশী’ প্রহসনমূলক নাটকটির রচয়িতা কে?
উত্তর: দীনবন্ধু মিত্র। (মৃত্যুঃ ১ নভেম্বর, ১৮৭৩)

প্রশ্ন: ‘মহাপতঙ্গ’, ‘জোঁক’ গল্পদুটির রচয়িতা কে?
উত্তর: আবু ইসহাক। (জন্মঃ ১ নভেম্বর, ১৯২৬)

প্রশ্ন: Rapid Support Forces (RSF) কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
উত্তর: সুদান। (গঠিত হয় ২০১৩ সালে)

প্রশ্ন: “The Grand Egyptian Museum” কোথায় অবস্থিত?
উত্তর: মিশর। (১ নভেম্বর, ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু)

প্রশ্ন: কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ‘ক্লাউড সিডিং’-এর জনক কে?
উত্তর: ভিনসেন্ট শেফার।

প্রশ্ন: বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি’ মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাতে।

প্রশ্ন: চিপ কোম্পানি এনভিডিয়ার বর্তমান বাজার মূলধন কত?
উত্তর: ৫ লাখ ৩ হাজার কোটি মার্কিন ডলার।

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?
উত্তর: ৪১ নং।

প্রশ্ন: তানজানিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: শিলিং।

প্রশ্ন: দীনবন্ধু মিত্র-এর দুইটি উৎকৃষ্ট প্রহসন কোনগুলো?
উত্তর: বিয়ে পাগলা বুড়ো ও সধবার একাদশী।

প্রশ্ন: সুন্দরবন কতটি জেলার মধ্যে অবস্থিত?
উত্তর: ৫টি (বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী)।

প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ভিয়েতনাম।

প্রশ্ন: দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলেছে কোথায়?
উত্তর: সোনাগাজী, ফেনী।

প্রশ্ন: বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্যমতে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে কত শতাংশ হতে পারে?
উত্তর: ৪.৮%।

প্রশ্ন: সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি গবেষণাপত্র প্রকাশ করেছে কোন জার্নাল?
উত্তর: ডিসকভার জিওসায়েন্স (সুইজারল্যান্ডভিত্তিক)।

প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর: কুড়িগ্রাম।

প্রশ্ন: মিসরের বড় জাদুঘরের নাম কী?
উত্তর: দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম।

প্রশ্ন: জুলাই জাতীয় সনদ প্রস্তাবের মধ্যে সংবিধান সংক্রান্ত প্রস্তাব কতটি?
উত্তর: ৪৮টি (মোট প্রস্তাব ৮৪টি)।

প্রশ্ন: ‘কুসুম্বা মসজিদ’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: নওগাঁ।

প্রশ্ন: বর্তমানে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: দিনাজপুর।

প্রশ্ন: বর্তমান বিমান বাহিনীর প্রধানের নাম কী?
উত্তর: হাসান মাহমুদ খান।

প্রশ্ন: জাতিসংঘের কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্টব্যান ট্রিটি (CTBT) কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে।

প্রশ্ন: আরব বসন্ত কোন দেশে শুরু হয়েছিল?
উত্তর: তিউনিসিয়া (২০১১ সালে)।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক হ্রাস করেছে?
উত্তর: ১০ শতাংশ (বর্তমানে ৪৭% শুল্ক কার্যকর)।

прশ্ন: ‘নেসেট’ কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর: ইসরায়েল।

প্রশ্ন: স্নায়ুযুদ্ধের অবসান ঘটে কত সালে?
উত্তর: ১৯৯১ সালে।

প্রশ্ন: ‘সিনাই উপদ্বীপ’ কোন দেশের অংশ?
উত্তর: মিশর।

প্রশ্ন: কোন মাসে প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়?
উত্তর: নভেম্বর।

প্রশ্ন: ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে পারে?
উত্তর: ১ কোটি ৬০ লাখ। (সূত্র: খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ প্রতিবেদন)

প্রশ্ন: John Keats কোন যুগের কবি ছিলেন?
উত্তর: রোমান্টিক যুগ। (জন্ম: ৩১ অক্টোবর, ১৭৯৫)

প্রশ্ন: অন্তর্বর্তী সরকার সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে?
উত্তর: ৩টি।

প্রশ্ন: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন: স্থায়ী সালিশি আদালত (PCA)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১২৬টি।

প্রশ্ন: ২০২৫ সালের APEC শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: দক্ষিণ কোরিয়া। (৩১ অক্টোবর–১ নভেম্বর)

প্রশ্ন: প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূলধন অতিক্রম করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: এনভিডিয়া।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক