Daily Affairs 1 December 2025

Daily Affairs 1 December 2025

প্রশ্ন: দেশের সমুদ্রসীমায় নতুন কত প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে?
উত্তর: ৬৫ প্রজাতি। (মৎস্য অধিদপ্তর–এফএও জরিপ)

প্রশ্ন: নতুন ৬৫ প্রজাতির আগে বাংলাদেশে মোট কত প্রজাতির মাছ পাওয়া যেত?
উত্তর: ৪৭৫ প্রজাতি। (মৎস্য অধিদপ্তর)

প্রশ্ন: বাংলাদেশের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৭১১–৭১৬ কিলোমিটার।

প্রশ্ন: বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
উত্তর: ১ ডিসেম্বর।

প্রশ্ন: বিশ্বে প্রথমবার এইডস শনাক্ত হয় কবে?
উত্তর: ১৯৮১ সালে। (বাংলাদেশে: ১৯৮৯)

প্রশ্ন: চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট সমুদ্র-বাণিজ্যের কত শতাংশ সম্পন্ন হয়?
উত্তর: ৯২ শতাংশ।

প্রশ্ন: বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স সূচকে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম?
উত্তর: ৩৩৭তম।

প্রশ্ন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?
উত্তর: তাইজুল ইসলাম।

প্রশ্ন: কোন অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ সম্পূর্ণ আলাদা হয়?
উত্তর: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫।

প্রশ্ন: সম্মিলিত ইসলামী ব্যাংক কতটি ব্যাংক নিয়ে গঠিত?
উত্তর: ৫টি — এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কতটি দেশের ওপর ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ দিয়েছে?
উত্তর: ১৯টি দেশ।

প্রশ্ন: পিলখানা হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?
উত্তর: ২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি।

প্রশ্ন: ‘ওপেক প্লাস’–এর সদস্য দেশ কতটি?
উত্তর: ৮টি — সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া ও ওমান।

প্রশ্ন: ‘ল্যাটারান চুক্তি’ মাধ্যমে কোন দেশ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভ্যাটিকান সিটি।

প্রশ্ন: ভেনেজুয়েলার রাজধানী কী?
উত্তর: কারাকাস।

প্রশ্ন: ‘বোর্নিও দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে।

প্রশ্ন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটটির নাম কী?
উত্তর: পাকাতান হারাপান।

টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam

প্রশ্নব্যাংক