🔴 Live Exam: Daily Exam 144

🔔আজকের Daily Exam 145 এর জন্য PDF 📥

[ PDF ] আন্তর্জাতিক সংস্থা ও জোট সম্পর্কে A2Z

আন্তর্জাতিক সংস্থা ও জোট সম্পর্কে A2Z

চাকরির প্রস্তুতির জন্য আন্তর্জাতিক সংস্থা ও জোট সম্পর্কে A2Z জেনে নিতে এই PDF টি ডাউনলোড করে রাখুন।

চাকরির প্রস্তুতিতে আন্তর্জাতিক সংস্থা ও জোট সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক বিষয়াবলীর প্রতি গুরুত্ব ক্রমশ বাড়ছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ, সার্ক, বিমসটেক, ওআইসি, ন্যাটো প্রভৃতি সংস্থার উদ্দেশ্য, সদস্যপদ ও কার্যক্রম নিয়ে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। তাই এই জ্ঞান চাকরি পরীক্ষায় সঠিক উত্তর দিতে সাহায্য করে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংস্থা ও জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সদস্যপদ ও অর্জনসমূহ নিয়েও প্রশ্ন আসে। যেমন—বাংলাদেশ কবে জাতিসংঘে যোগ দেয়, ইউএন শান্তিরক্ষায় অবদান, সার্ক সম্মেলন কোথায় হয়েছে ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর জানা থাকলে পরীক্ষার্থী সহজেই এগিয়ে যেতে পারে এবং বাছাই পর্বে ভালো করতে পারে।

তৃতীয়ত, শুধু চাকরি পরীক্ষাই নয়—বিভিন্ন ভাইভা বোর্ডেও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে প্রশ্ন করে প্রার্থীর জ্ঞান যাচাই করা হয়। তাই এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকলে একজন প্রার্থী আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারে, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলে। কাজেই আন্তর্জাতিক সংস্থা ও জোট সম্পর্কে জ্ঞান চাকরির প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।



টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন!

সর্বশেষ পরীক্ষার প্রশ্ন, সমাধান ও নোটিফিকেশন পেতে এখনই ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল @porikhabd

চ্যানেলটিতে যোগ দিন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
Daily Exam
✍️
Model Test